ভোলায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটের প্রশিক্ষনার্থীদের দক্ষতা উন্নযন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বিউটিফিকেশন, কেয়ার গিভার ও ড্র্াইভিং এ তিনটি ট্রেডের প্রশিক্ষনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা, মুঃ মনিরুল ইসলাম।
বুধবার সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় সংস্থাটি প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষনে প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষন দেয়া হবে।
উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক অ্যডভোকেট বিথী ইসলাম, পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ পরিচালক আবুবকর তানবির।
প্রশিক্ষনে বিউটিফিকেশন, কেয়ার গিভার ও ড্রাইভিং এ তিনটি ট্রেডে গ্রামীন জন উন্নয়ন সংস্থা, পরিবার উন্নয়ন সংস্থা, আদ-দিন, হীড বাংলাদেশ, এনজিএফ, উন্নয়ন, উন্নয়ন প্রচেস্টা, নবলোক পরিষদ ও কোডেক এনজিওর ৫০ জন সদস্য অংশ নেয়।