ভোলা সদর উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমুহ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠানের অয়োজন করে।
গ্রামীন জন উন্নযন সংস্থার পরিচালক অ্যাডভোকেট বিথী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারনের অতিরিক্ত পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদ, মেরিন ফিসারিজ অফিসার মোসাম্মদ রুমা বেগম।
আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবু বকর তানবির, প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ, টেকনিক্যাল অফিসার মিঠুন মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। সভায় ভেলুমিয়া, ইলিশা ও কাচিয়া ইউনিয়ন থেকে অতি দরীদ্র সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে সরকারি সেবা সমুহ বিষয়ে সদস্যদের অবহিত করা হয় এবং সেবা পেতে যে কোনো সময় অফিস চলাকালিন বা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে সেবা পাওয়া যাবে।