1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ স্বর্ণপদক অর্জনে বাংলাদেশ নৌবাহিনী ভোলার চর কুকরী মুকরীতে শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত জুড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি রেজা, সম্পাদক মতিউর অস্বাভাবিকভাবে শান্ত ক্রেডিট বাজারে উদ্বেগের কিছু ক্ষেত্র চীনের ইস্পাত রপ্তানি বৃদ্ধির মুখে জাপানের ইস্পাত শিল্প শুল্ক ফাঁকি রোধে সংস্কার দাবি করছে  গুগল অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা-বিরোধী চুক্তির জন্য ৩৬ মিলিয়ন ডলার জরিমানায় সম্মত চীনের অর্থনৈতিক পরিকল্পনা ঠাণ্ডা হচ্ছে: প্রবৃদ্ধি মন্দা, বাজারে চ্যালেঞ্জ ভারতের রুশ ক্রুড তেল ক্রয় বন্ধ করতে হবে: মার্কিন উপদেষ্টা নাভারো  ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ও জ্যাকসন হোল সম্মেলনের আগে মার্কিন ডলার স্থিতিশীল

মসজিদ/মন্দিরের নামে খাস পুকুর দলীয় হস্তক্ষেপ

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

 

মসজিদ/মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান যা নিয়ে দলীয় প্রভাব খাটানো নিজ ধর্মের সাথে বেইমানী ছাড়া কিছু নয়।নিজের কিছু সমস্যা হলেও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দরকার।পক্ষান্তরে দেশে যে প্রক্ষাপট চলছে তাতে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদ/মন্দিরের নামে যে পুকুর গুলো বরাদ্দ ছিল তা নিজ নামে নেওয়ার জন্য কিছু নেতা ব্যস্ত হয়ে পড়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বলেন আপনারা যে দলেরই নেতাকর্মী হন এ খাস পুকুর গুলো যা মসজিদ/মন্দিরের নামে আছে সেগুলো নিজ নামে নেওয়া থেকে বিরত থাকবেন বলে আশা রাখছি।

এ বিষয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক ও জামায়াত ইসলামী বাংলাদেশ এর মনোনিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব কাজী শামসুল আলম বলেন আপনারা অনেক কিছু বিষয় আছে সেগুলো নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করেন কিন্তু আমার নিজ পক্ষ হতে অনুরোধ মসজিদ/মন্দির নিয়ে কলংঙ্কময় রাজনীতি থেকে বিরত থাকেন।ধর্মীয় উপশনালয় গুলো সব সময় অবহেলিত।যদিও এ পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান বলতে ধর্মীয় উপশানলয়।নিজ বাড়িঘর করছেন বিলাশ বহুল কিন্তু মসজিদ/মন্দিরের উন্নয়নের কথা হলেই মানুষের হাতে টাকা থাকে না।অবাক এ পৃথিবীর মানুষ গুলো।

সরকার কর্তৃক অনেক পুকুর আছে যা মসজিদ/মন্দিরের নামে ডিট করা আছে এতে সরকার কর্তৃক কোন সমস্যা নেই।সরকার যদিও সরাসরি অনুদান না দিলেও সরকারের জানা আছে সরকারি সম্পত্তি কিছু ধর্মীয় প্রতিষ্ঠান ভোগ করে।তাহলে আমাদের বুঝা দরকার সরকার জেনেও ধর্মীয় প্রতিষ্ঠানের কারনে কোন ব্যবস্থা গ্রহন করেন না।মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব।মানুষের মধ্যে বিবেক বুদ্ধি আছে,বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত।এ বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও কেমন করে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সম্পতি নিজ নামে সিডিউল করেন।তাই আমি স্থানীয় নেতা-কর্মীর প্রতি বিশেষ অনুরোধ করব আপনারা মসজিদ/মন্দির নিয়ে রাজনীতি থেকে বিরত থাকবেন।

সবশেষে নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারী সম্পতি (খাস) ইজারা দানকারী যত কর্মকর্তা আছেন আপনারা মসজিদ/মন্দিরের খাস সম্পতি গুলো বিবেচনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট