ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টবগী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রীকে নির্মম ভাবে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হাসপাতালে চিকিৎসারত আহত ছালাউদ্দিন ও তার স্ত্রী জান্নাত বেগম জানায়, ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাজির ও আলতু হালাদারের সাথে তার বাবা আবুল কালামের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা চলছিলো। কিছুদিন পূর্বে দিনমজুর আবুল কালামের মে জান্নাত বেগম ও জামাই ছালাউদ্দিন তাদের নিজ বাড়ি পশ্চিম ইলিশা থেকে বাবা আবুল কালামের বাড়ি মদনপুরে বেড়াতে যায়। এর পর আবুল কালাম মেয়ে ও জামাইকে তার ঘরে রেখে তুলাতুলি বেড়াতে যায়। ০১/০২/২৫ইং তারিখ বিকেলে আবুল কালামের মেয়ে জান্নাত ও জামাই ছালাউদ্দিনের সাথে সন্ত্রাসী নাজির ও আলতু হাওলাদারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাক বিতন্ড হয় এর রেশ ধরে নাজির ও নাজিরের ছেলে, আলতু হাওলাদার ও আলতু হাওলাদারে ২ ছেলেসহ ৭/৮জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের মেয়ে জান্নাত ও জামাই ছালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে নির্মম ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভার্তি করে। উল্লেখ্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জান্নাতের পিঠ ও দু’হাতে নির্মম ভাবে কোপানোর কারণে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। অন্যদিকে ছালাউদ্দিনের দু’হাতে নির্মম ভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী দিনমজুর আবুল কালাম ও তার পরিবার।