নীলফামারীর জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন ও তার সঙ্গীও ফোর্স এ এস আই রফিক, কনস্টেবল নুর আলম এর সহাতায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়( ৪০) চল্লিশ বোতল সেন্সিডিলসহ এরশাদ নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার কৈমারী বাজার থেকে ফেন্সিডিল বিক্রি করার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ উপজেলার মৌজা শৌলমারী আলসিয়া পাড়া এলাকার মৃত আব্দুস সোবান তেলীর ছেলে।
এঘটনায় জড়িত পলাতক দেখিয়ে উপজেলার মৌজা শৌলমারী আলসিয়া পাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে নবাব আলী ঘাটিয়াল ও লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার শৌলমারী এলাকার মৃত তফছার উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম সহ তিন জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামি এরশাদ কে মঙ্গলবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।