নীলফামারীর জলঢাকায় ঘন কুয়াশায় চার্জার চালিত অটো গাড়ি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে (২)দুই ব্যক্তি নিহত। ঘটনাস্থলে আরো
(৪)চারজন ব্যক্তি গুরুতর আহত হন।তাদের আহত অবস্থায় চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়।
বুধবার ২৯ শে জানুয়ারি সকাল বেলা ঘন কুয়াশার কারণে জলঢাকার বালাক গ্রাম ইউনিয়নের মন্তের দাঙ্গা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,
ভাবুনচুর বাজারের চৈতনের ঘাটের, মৃত্যু সিরাজুল ইসলামের ছেলে
আব্দুল সালাম ( ৬২), কাজির হাটের ভুট্টু মামুদ (টগি) ছেলে রনি (২০)।আহতদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই জনকে আসঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এসময়
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ,
আরজু মো:সাজ্জাদ হোসেন বলেন,আজ সকালে ঘন কুয়াশার মাঝে ট্রাক ও অটো চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।ট্রাক ও চার্জার অটো গাড়ী থানা হেফাজতে আছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে ।