1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলঢাকায় এসি ল্যান্ড ও ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে ঘর বাড়ি ভাংচুর ওলুটপাটের অভিযোগ।

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকার এসিল্যান্ড গাড়ি চালক মানিক ও ইউএনও’র গাড়িচালক আব্দুস ছালামের বিরুদ্ধে হেলমেট পরে ফিল্মীস্টাইলে প্রতিবেশী বাবুলের পরিবারের ৫জনকে মারধর করে আহত, বসত বাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ট্রিপল নাইনে ফোন করলে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৪জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতরা হলেন, বাবুলের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে মিজানুর রহমান,
বড় ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম এবং ভাতিজি শাহিনুরা বেগম। তাদের হাত,পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়েছে।
গতকাল শনিবার বিকালে পৌর এলাকার ২নং ওয়ার্ড সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচের পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আহত বাবুল জানান,
ড্রাইভার মানিক ও ড্রাইভার ছালাম দুই ভাই হেলমেট পরা তাদের সাথে আরও কয়েকজন বাড়িতে এসে পারিবারের সবাইকে ফিল্মীস্টাইলে এলোপাথাড়ি মারধর করে। বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ফেলে রান্না ঘরের চাটি বেড়া গুড়িয়ে দেয়।

সূত্র জানায়, মানিক ইউএনও অফিসে মালি পদে চাকরি করে, চালায় ইউএনও’র গাড়ি,আর মানিক এসিল্যান্ড অফিসে দৈনিক হাজিরায় অস্থায়ী ভিত্তিতে কাজ করে । তারা দুইজনেই ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি চালায়, তাদের ক্ষমতার দাপট দেখিয়ে বাবুলের বসতভিটা জমির জমির উপর আদালতে মামলা দিয়ে দীর্ঘদিন হয়রানি করে আসছে দুই ভাই। তারেই জের ধরে শনিবারের মারধর ও হামলা।
বাবুল আরও জানান, সেই সময়ে সবাই ভাত খেতে বসেছি। তাঁরা একপর্যায়ে ইট দিয়ে বাড়িতে ঢিল মারে। আমি বুকে প্রচণ্ড ব্যথা পেয়েছি। প্রতিবেশী অনেকেই তাদের আচরণ দেখেছে। কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ,তারা দুইজন এসি ল্যান্ড ও ইউএনও’র স্যার গাড়ি চালায়। তা-নাহলে মানুষ এভাবে একজনের বাড়িতে এসে মারধর ও হামলা ভাংচুর করতে পারে। আমি এর সঠিক বিচার চাই। সবাই হাসপাতালে, আমি ব্যাথার বড়ি খেয়ে বাড়িতে আছি। চিকিৎসা শেষে মামলা করিব। অভিযোগের বিষয়ে ড্রাইভার মানিক ও আব্দুস ছালাম জানায়, জমির সীমানা নিয়ে বাবুলের সাথে আমাদের দীর্ঘদিন থেকে বিরোধ।
কয়েক দফায় থানায় বিচার শালিসও হয়েছিল। কিন্তু, আজকে বাবুল কিছু বাহিরের লোকজন এনে আমাদের লেট্রিন বসার কাজে বাধা নিষেধ করলে এই বিরোধ তৈরি হয়। আমাদেরও হাত পা কাটা ছেড়া গেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট