1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

জলঢাকায় এসি ল্যান্ড ও ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে ঘর বাড়ি ভাংচুর ওলুটপাটের অভিযোগ।

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকার এসিল্যান্ড গাড়ি চালক মানিক ও ইউএনও’র গাড়িচালক আব্দুস ছালামের বিরুদ্ধে হেলমেট পরে ফিল্মীস্টাইলে প্রতিবেশী বাবুলের পরিবারের ৫জনকে মারধর করে আহত, বসত বাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ট্রিপল নাইনে ফোন করলে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৪জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতরা হলেন, বাবুলের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে মিজানুর রহমান,
বড় ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম এবং ভাতিজি শাহিনুরা বেগম। তাদের হাত,পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়েছে।
গতকাল শনিবার বিকালে পৌর এলাকার ২নং ওয়ার্ড সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচের পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আহত বাবুল জানান,
ড্রাইভার মানিক ও ড্রাইভার ছালাম দুই ভাই হেলমেট পরা তাদের সাথে আরও কয়েকজন বাড়িতে এসে পারিবারের সবাইকে ফিল্মীস্টাইলে এলোপাথাড়ি মারধর করে। বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ফেলে রান্না ঘরের চাটি বেড়া গুড়িয়ে দেয়।

সূত্র জানায়, মানিক ইউএনও অফিসে মালি পদে চাকরি করে, চালায় ইউএনও’র গাড়ি,আর মানিক এসিল্যান্ড অফিসে দৈনিক হাজিরায় অস্থায়ী ভিত্তিতে কাজ করে । তারা দুইজনেই ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি চালায়, তাদের ক্ষমতার দাপট দেখিয়ে বাবুলের বসতভিটা জমির জমির উপর আদালতে মামলা দিয়ে দীর্ঘদিন হয়রানি করে আসছে দুই ভাই। তারেই জের ধরে শনিবারের মারধর ও হামলা।
বাবুল আরও জানান, সেই সময়ে সবাই ভাত খেতে বসেছি। তাঁরা একপর্যায়ে ইট দিয়ে বাড়িতে ঢিল মারে। আমি বুকে প্রচণ্ড ব্যথা পেয়েছি। প্রতিবেশী অনেকেই তাদের আচরণ দেখেছে। কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ,তারা দুইজন এসি ল্যান্ড ও ইউএনও’র স্যার গাড়ি চালায়। তা-নাহলে মানুষ এভাবে একজনের বাড়িতে এসে মারধর ও হামলা ভাংচুর করতে পারে। আমি এর সঠিক বিচার চাই। সবাই হাসপাতালে, আমি ব্যাথার বড়ি খেয়ে বাড়িতে আছি। চিকিৎসা শেষে মামলা করিব। অভিযোগের বিষয়ে ড্রাইভার মানিক ও আব্দুস ছালাম জানায়, জমির সীমানা নিয়ে বাবুলের সাথে আমাদের দীর্ঘদিন থেকে বিরোধ।
কয়েক দফায় থানায় বিচার শালিসও হয়েছিল। কিন্তু, আজকে বাবুল কিছু বাহিরের লোকজন এনে আমাদের লেট্রিন বসার কাজে বাধা নিষেধ করলে এই বিরোধ তৈরি হয়। আমাদেরও হাত পা কাটা ছেড়া গেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট