1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যাচেষ্টার আসামির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ 

মো:সোহাগ হাওলাদার আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

 

সাভারের আশুলিয়ায় একটি সমবায় সমিতির অফিসে হামলা চালিয়ে প্রায় তিন লাখ টাকা লুট করে অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টার আমামিসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় অভিযোগটি দায়ের করেন ন্যাশনাল প্লাজা সহুমুখী সমবায় সমিতি লিঃ প্রকল্পের সহ-সভাপতি আয়নাল হক। এর আগে গতকাল রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে ওই সমবায় সমিতির অফিসে এ ঘটনা ঘটনা।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার বেলমা এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে মোঃ সালেহীন খাঁন সাঈদ (৪৯), হারুন আর রশিদের ছেলে মোঃ সেলিম ওরফে ক্যাডার সেলিম (২৭), মৃত আলতাবের ছেলে মোঃ কবির হোসেন ওরফে কালা কবির (৪৭), আউকপাড়া আদর্শগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ মতিউর রহমান ওরফে কশাই মতি (৪৫),  মেছের হাওলাদারের ছেলে মোঃ মামুন (৩০) ও মোঃ মতিউর রহমান ওরফে কশাই মতির ছেলে মোঃ সাকিল (২৮) অজ্ঞাতনামা আরও ৫/৭ জন। এদের মধ্যে সালেহীন খাঁন সাঈদ, মোঃ সেলিম ওরফে ক্যাডার সেলিম, মোঃ কবির হোসেন ওরফে কালা কবির ও মোঃ মতিউর রহমান ওরফে কশাই মতি ছাত্র জনতা হত্যাচেষ্টা মামলার আসামি।

অভিযোগ সূত্রে জানা যায়, ন্যাশনাল প্লাজা সহুমুখী সমবায় সমিতি লিঃ প্রকল্পের সহ-সভাপতি হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আয়নাল হক। গতকাল রাতে ভুক্তভোগীসহ সমিতির দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (৫০) সদস্য মোঃ অপুসহ সমিতির অফিসে বসে হিসাব নিকাশ করছিলেন। এসময় অভিযুক্তরাসহ তার সহযোগীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ন্যাশনাল প্লাজা সহুমুখী সমবায় সমিতি লিঃ প্রকল্প অফিসের ভিতরে প্রবেশ করে। এসময় সমিতির সকলকে এলোপাথারিভাবে কিল, ঘুষি, চর, থাপ্পর, জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে দেশীয় অস্ত্র দা, চাপাতি, ছুরি, জিআই পাইপ দিয়ে প্রানে মেরে ফেলার ভয় দেখিয়ে সমিতির অফিসের ড্রয়ার ভেঙ্গে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া অফিস ভাঙচুর করে অন্তত ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, এঘটনায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট