1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা, যাত্রী দুর্ভোগ চরমে — আধুনিক টার্মিনালের আশ্বাস দিল পৌরসভা পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালকের সাথে লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স-এর অধ্যাপকের সাক্ষাৎ $১৮.৭ বিলিয়ন ডলারে ADNOC-এর সান্তোস অধিগ্রহণ প্রস্তাব: অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে নতুন মোড় ২০৪০-এর জলবায়ু লক্ষ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্বন ক্রেডিট ব্যবহারের পথে ইউরোপীয় ইউনিয়ন এশীয় শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, সুদের হার ও ট্রাম্পের শুল্ক সময়সীমার চাপে দুর্বল ডলার সুদের হার কমানোর ইঙ্গিত ও ট্রাম্প বিলের প্রভাবে তিন বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে মার্কিন ডলার  দক্ষিণ কোরিয়ার জুন মাসের মূল্যস্ফীতি পূর্বাভাস ছাড়িয়েছে, জানুয়ারির পর সর্বোচ্চ ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখল ব্যর্থ মোর সেনাপতি! ভোলার বাংলাবাজারে লায়ন স্পটিং ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নির্যাতিত অনেক নেতাদের ঠাঁই হয়নি।

ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য-দুরুদ আহমদ, মো. শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মো. আলম পারভেজ চৌধুরী সোহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, তাজ উদ্দিন তাজু, তোফায়েল আহমদ চৌধুরী, মো. শামীমুল আহসান (শামীম), লোকমান হোসেন চৌধুরী, মো. সবুর রহমান, সিরাজুল ইসলাম, আহমেদুর রহমান খোকন, বাবুল হোসেন চৌধুরী, বীরবল প্রসাদ পাল, নজরুল ইসলাম মনির ও আনসার শুকরানা মান্না।

এদিকে, কমলগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক সুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার শুকরানা মান্না, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর ও শফিকুর রহমান। সদস্য-ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, আবু ইব্রাহিম জমশেদ, সৈয়দ জামাল হোসেন, সৈয়দ খালেদ মাহমুদ, সৈয়দ রকিব উদ্দিন, আব্দুস সালাম, শিউলী আক্তার শাপলা, শেখ জসিম উদ্দিন শাকিল, রবিউল ইসলাম অভি, আবু সাদাত মো. সায়েম শামীম, আবু সুফিয়ান, মো. রাসেল হাসান বক্ত, মো. নোমান আলী, কে এস হেলাল খসরু, ইয়াদুল হাসান চৌধুরী, মো. হারুনুর রশিদ ও আব্দুস শহীদ।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট