দৈনিক দেশ রুপান্তর এর কুয়াকাটা প্রতিনিধি কে এম বাচ্চুর উপর রবিবার রাতে হামলার ঘটনায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়া সোমবার দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিক কে.এম বাচ্চুর চিকিৎসার খোঁজ খবর নেন। এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে হামলার ঘটনায় মহিপুর থানায় ইতিমধ্যে একটি দায়ের করা হয়েছে। হামলাকারী কুয়াকাটা শ্রমিক দল ও কৃষকদের অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান সাংবাদিক নেতারা।