1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ স্বর্ণপদক অর্জনে বাংলাদেশ নৌবাহিনী ভোলার চর কুকরী মুকরীতে শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত জুড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি রেজা, সম্পাদক মতিউর অস্বাভাবিকভাবে শান্ত ক্রেডিট বাজারে উদ্বেগের কিছু ক্ষেত্র চীনের ইস্পাত রপ্তানি বৃদ্ধির মুখে জাপানের ইস্পাত শিল্প শুল্ক ফাঁকি রোধে সংস্কার দাবি করছে  গুগল অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা-বিরোধী চুক্তির জন্য ৩৬ মিলিয়ন ডলার জরিমানায় সম্মত চীনের অর্থনৈতিক পরিকল্পনা ঠাণ্ডা হচ্ছে: প্রবৃদ্ধি মন্দা, বাজারে চ্যালেঞ্জ ভারতের রুশ ক্রুড তেল ক্রয় বন্ধ করতে হবে: মার্কিন উপদেষ্টা নাভারো  ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ও জ্যাকসন হোল সম্মেলনের আগে মার্কিন ডলার স্থিতিশীল

খাস পুকুরকে কেন্দ্র করে গন্ডগোল অতপর অটো ভ্যান ভাংচুর

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

 

নওগাঁর নিয়ামতপুরে পুকুর দেখাশোনা করায় প্রতিপক্ষরা চার্জার চালিত অটো ভ্যান গাড়ি চালক আক্কাস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে মারধর করে ও ভ্যান গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার চাঁন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্কাস আলী (৫৫) উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চাঁন্দইল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আক্কাস আলী বাদী হয়ে শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় এজাহার সূত্র জানা যায়, উপজেলার করমজাই মৌজায় ২৫৫ দাগের ১১৯ শতাংশ জলমহল ভূয়া কাগজপত্র দেখিয়ে লিজ নেয় পাড়ইল সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড। কাগজপত্র যাচাই-বাছাই করে ভূয়া প্রমাণিত হওয়া গ্রামবাসিরা মিলে চাঁন্দইল জামে মসজিদের উন্নয়নের জন্য পুকুরে মাছ চাষাবাদ শুরু করে। পুকুর পাড়ে ভ্যান চালক আক্কাস আলীর বাড়ি হওয়ায় তিনি পুকুর দেখাশোনা করেন। মূলত পুকুর দেখাশোনা করায় তার উপর প্রতিপক্ষ চাঁন্দইল গ্রামের মমতাজ আলী, হাবিবুর রহমান ও মমতাজ আলীর ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে পানির ট্যাপের লাইন ও ভ্যান গাড়ি ভেঙে ফেলে।
ভুক্তভোগী আক্কাস আলী বলেন, পুকুর পাড়ে বাড়ি হওয়ায় আমি পুকুরটি দেখাশোনা করতাম। বৃহস্পতিবার বিকেলে আমি ভ্যান চালিয়ে বাড়িতে এলে তারা আমার বাড়ির সামনে রাখা ভ্যান গাড়ি ভেঙে ফেলে। বাড়ির সামনে একটা ট্যাপের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। আমি নিষেধ করতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে তারা আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে গ্রামবাসি এগিয়ে এলে তারা সরে যায়। এ ঘটনায় আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চায়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট