1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকের নতুন কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

লালমনিরহাটের পাটগ্রামে স্থলবন্দর স্টেশন কুলি শ্রমিকের নতুন কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২৪ খৃঃ রেজিষ্ট্রেশনকৃত ১৪৩৮’র পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্টেশন কুলি শ্রমিক ইউনিয়নের দাবিকৃত নবগঠিত কমিটির সভাপতি জফির আলী ভোলা ও নুর আমিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ১৩ সদস্যের একটি কমিটি প্রকাশ পায়। এনিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টির পরপরই স্থলবন্দরের বর্তমান কমিটি নবগঠিত কমিটিকে গ্রহনযোগ্য নয় বলে দাবি করেছে।

বর্তমান কমিটির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রধানের সঙ্গে এবিষয়ে কথা হলে তারা জানান, শ্রম আইন এবং গঠনতন্ত্র বিধানে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতিত কারও সভা আহ্বানের আইনানুগ অধিকার নাই। বর্তমানে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনার অধিকার সংরক্ষণ করি। রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রমদপ্তর রংপুর, শ্রম আদালতে মামলার বরাতে তারা মেয়াদোত্তীর্ণ কমিটিকে বে-আইনি উল্লেখ করে সাধারণ সভায় প্রতিনিধি প্রেরণ স্থগিত করেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। ফলে ১১ ডিসেম্বর বুড়িমারী স্থলবন্দর ও কুলি শ্রমিক ইউনিয়নের আদৌ কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তারা আরও জানান, যে নির্বাচন তারা দেখিয়েছে সেটির বিষয়ে স্থানীয় সংবাদকর্মী, স্থলবন্দরের অন্যান্য অংশের কর্মকর্তা, শ্রমিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অবগত নয়। এছাড়া যারা নির্বাচিত হয়েছে মর্মে দাবি করেন তারাই মুলত শ্রমিক নন। বর্তমান কমিটির আওতাধীন শ্রমিকদের তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়, যেটি প্রমাণ করে আমাদের চলমান কমিটির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র আমাদের গুরুত্বপূর্ণ বন্দরকে কতটা অস্থিতিশীল করে তুলবে। সুতরাং তাদের এমন ঘৃণ্য কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাজু, মুকুল, ফরিদুল, আলম বাদশাসহ আরও অনেক শ্রমিক জানান, আমরা নিবন্ধিত ১৪৩৮’র শ্রমিক হয়ে জানি না নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা কীভাবে সম্ভব? আমরা এই কমিটি মানি না, কারণ বর্তমান কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। এই ঘটনায় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর মান্নান ও বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম নতুন কমিটিকে অগ্রহযোগ্য দাবি করে বলেন, সুন্দর পরিবেশের স্থলবন্দরে তারা বিভ্রান্তিকর ও বিশৃঙ্খলা করার পায়তারা করছে। এনিয়ে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এটা রীতিমতো শ্রমিকদের সঙ্গে প্রতারণার সামিল।

তবে এবিষয়ে নবগঠিত কমিটির সভাপতি জফির আলী ভোলার সঙ্গে কথা হলে তিনি জানান, ওরা কারা? ওরা যদি অফিস থেকে অনুমতি নিয়া কমিটি করতে পারে আমরা যাবো না। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছে দাবি করে জফির আলী ভোলা বলেন, ওরা মুলত আমাদের সংগঠনের কেউ না। আর নির্বাচনের বিষয়ে আমি আদালতে জবাব দেবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট