1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবর দখলের ভিডিও স্মার্ট মোবাইলে ধারণ করার সময় বাড়ীতে ঢুকে ৩ জন নারীর উপর হামলা ও বাড়ির আসবাবপত্র ভাংচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন জগতবের ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়ারপাড় এলাকার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম আফতাব উদ্দিন ও মহিম উদ্দিন ওয়ারিশবর্গের পক্ষে সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, আমরা ৫ ভাই ও আমাদের চাচা মরহুম মহিম উদ্দিনের নিজনামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিশগণের মধ্যে চুড়ান্তভাবে বন্টননামা শেষ পর্যায়ে গুছিয়ে এনেছি। এছাড়াও ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে ৯৮ শতাংশ জমি দলিলমুলে ১৯৯০ সালের মাঠ জরিপে মো. রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. সফিউল ইসলাম ও ভগ্নিপতি মরহুম আলতাফ হোসেন খন্দকারের নামে বিআরএস রেকর্ডভূক্ত হয়। যার বিআরএস খতিয়ান নম্বর ৫৮০, দাগ ৪১০১ ও ৪১০৩। উক্ত জমি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। কিন্তু চলতি ডিসেম্বর মাস থেকে সন্ত্রাসী মাহবুব রহমান নয়ন, রব্বু আলম, মাসুদ রানা, জাহিদুল ইসলামসহ কতিপয় ভাড়াটে সন্ত্রাসী সামসুল আলম ও মুক্তা বেগমের হুকুমে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মীমাংসায় ব্যর্থ হই। পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা বজায়ের জন্য ফৌজদারী দন্ডবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়। কিন্তু ১৪৪ ভঙ্গ করে বেআইনীভাবে জবরদখলের চেষ্টা করে। সন্ত্রাসীদের লাঠির আঘাতে লাকী বেগমের দাঁত ভেঙে যায়। এবং আরও বেশ কয়েকজনকে গুরুতর জখম করা হয়। আহতরা পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় পাটগ্রাম থানা পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসীদের নাম এজাহারে উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রত গ্রেফতার ও বিচারের দাবী করছি।’

এ বিষয়ে অভিযুক্ত একজনের মাহবুব রহমান নয়ন জানান, আমরা মিমাংসার চেষ্টা করলে তারা ইচ্ছে করে সময় ক্ষেপণ করে। জমিতে মুলত আমাদের অংশীদার রয়েছে তাই গাছ লাগানো হয়েছে বলে দাবি করেন নয়ন।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট