আমরা মানুষের কবিতা লিখি,
আবেগের কারুকাজ,অনুভবের উৎকর্ষে—
লিখি মানুষের বিচিত্র কত ছবি।
ভালোবাসা-প্রেমের সংলাপ,
পাখিদের গল্প ও সন্ধ্যার আকাশ,
ঋতু ও সূর্যের কথা,
পশু ও পিপীলিকাদের জীবন বৃত্তান্ত;
কিংবা হিংস্র দেও দানবের কথা।
জাহাজের ধোঁয়া কিংবা পালতোলা নৌকা,
বালক রাখালের বাশি,
গ্রাম বধূর কাকন কিংবা কলসি।
সবুজ মাঠের সোনালি ধানের বিচিত্র কতো ছবি!
বর্ষার কারুকার্য ও বৃক্ষের ছায়া,
রাজা-রানী ও তাদের প্রাসাদ কিংবা অট্টালিকা।
কৃষকের ঘাম অথবা গরু ও লাঙল
সৈন্যের অশ্ব ও তরবারীর ছবি,
আকাশ ও মহাকাশের বিচিত্র দর্শন,
ভালোবাসা, বিরহ-বেদনা, ইতিহাস সব’ই।
আমরা অর্থ ও বিলাসের জন্য কবিতা লিখি,
তবে সত্য অন্বেষণে লেখাই আমাদের কাজ নয় কি?