1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

নওগাঁর বদলগাছীতে ভিজিডি কার্ডের চাল ১৮ মাস না পাওয়ার অভিযোগ 

মোঃ সারোয়ার হোসেন অপু
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের  ভিজিডি কার্ডের তালিকায় নাম থাকার পরও ১৮ মাস ধরে কোনো চাল না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন এক দরিদ্র নারী মেরিনা।

জানা গেছে মিঠাপুর ইউনিয়নের পূর্ব খাদাইল গ্রামের বাসিন্দা মেরিনার মৌখিক   অভিযোগ, ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ডে তার নাম থাকলেও  চাল পাননি  ১৮ মাস ধরে।

সরকার পরিবর্তনের পর তিনি জানতে পারেন তার নামে চালের কার্ডের তালিকায় নাম আছে। গত জুলাই ও আগস্ট মাসের চাল তিনি পেয়েছেন। তার নামে বরাদ্দ হওয়া চাল ফেরত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন মেরিনা খাতুন ও তার স্বামী।

এ বিষয়ে মিঠাপুর ইউনিয়ন পরিষদের সচিব বলেন,  ভিজিডি সুবিধাভোগীর মধ্যে তার নাম  রয়েছেন। তাদের মধ্যে মেরিনা খাতুনের নামে ১৯২ নং তালিকা  আছে যার ভোটার আইডি নং ৬৮৫৮৯২৭০৪৬। প্রায় ১৮ মাস ধরে ওই নারীর চাল না পাওয়ার কথা স্বীকার করে ইউপি সচিব নাহিদ আক্তার   বলেন, ‘ ভূল করে এই কার্ডটি অন্য এক নারীর কাছে চলে গেছে।এ ব্যাপারে চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।

মেম্বার হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টি সঠিক, অফিস চাপ দিলে ইউনিয়ন পরিষদ চাল ফেরত দিতে বাধ্য থাকিবে।

৮ নংওয়াডের মেম্বার এমরান সরকার লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন মেরিনা আইডি ও তালিকায় নাম সঠিক কিন্তু কি ভাবে কি হয়েছে জানিনা।তবে গত দুই মাস থেকে চাল পাচ্ছে মেরিনা।

মহিলা সদস্য শাহানাজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি বিষয় টি সঠিক সে চাল পাইনি, তবে দুই মাস থেকে চাল পাচ্ছে।

স্থানীয় এলাকার স্বচেতন মহলের কাছে জানতে চাইলে তিনারা বলেন বর্তমানে মিঠাপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন সদস্যের বিভিন্ন মতে, এবং বিভিন্ন নেতাদের অনুকূলে, সাধারণ মানুষের সঠিক বিষয় গুলো দেখার কেউই নাই।

মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি  বলেন, ‘মেরিনা খাতুনের নামে ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কেন ঐ নারী চাল পায় নাই বিষয়টি খতিয়ে দেখতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে জেনে আমি গত ২ অক্টোবর সরেজমিনে তদন্ত করেছি বিষয় টি সঠিক। ১৯২ নং কার্ডধারী মেরিনা ১৮ মাসের চাল পাননি।তিনি আরও জানান আমি সচিব নাহিদ আক্তার কে কঠোর নির্দেশনা দিয়ে এসেছি বিষয়টি সমাধানের জন্য।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট