অবশেষে মিললো পরিচয়
পরিচয় পাওয়া গেছে ভেসে আসা সেই বোনটির পরিচয় যা এখন একটি লাশ!
কিছুক্ষণ আগে মেয়েটির পরিবারের সাথে কথা হয় সাংবাদিক দের এর পর যাবতীয় ছবি ও ভিডিও দিলে তারা সনাক্ত করে মেয়েটিকে।
মৃত মেয়েটির নাম জোসনা এসএসসি পরীক্ষার্থী ২০২৫।
স্বামী জাহিদ ব্যাল্য বিবাহ ,
স্বামীর বাড়ি চাপানি ডিমলা, নীলফামারী
মেয়ের পিতা জহর আলী
১৯ দিন আগে বিয়ে হয়েছে ছিলো বোন জোসনার। তার পর চাচাতো বোনের বিয়ে খেতে স্বামীর বাড়ি থেকে বুধবার বাবার বাড়ি আসে। এবং ২০/০৯/২০২৪ তারিখ গত শুক্রবার আছরের নামাজের পর নিখোঁজ হয়। কিন্তু তার পরিবারের লোকজন কে বুঝানো হয়েছিল হয়তো, সন্দেহ করানো হয়েছিল হয়তো, বয়ফ্রেন্ড এর সঙ্গে পালিয়েছিলো বলে।
মেয়েটির পিতার বাড়ি গ্রাম পূবখড়িবাড়ি ইউনিয়ন টেপাখুড়ীবাড়ী ডিমলা থানা, নীলফামারী। এখন ও অনেক জট লুকিয়ে আছে পর্দার আড়ালে কে পুড়িয়ে দিলো জোসনার মুখ।