1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য, শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট, বিদ্যালয়ে পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ নানান অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অবিভাকরা।

সোমবার দুপুরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীনের পদত্যাগ ও বিচারের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের পদত্যাগের দ্বাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন তারা বলেন, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ নিয়োগে বেপরোয়া ঘুষ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন। ক্ষমতার অপব্যবহার, কর্মচারী ও শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ, চাকরির প্রলোভন দেখানো সহ নানা অপকর্মে লিপ্ত তিনি। বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে টাকা আদায় করেন, টাকা না দিতে পারলে অশোভন ভাষায় গালগালাজ করেন। অবিভাবকদের সাথেও খারাপ আচরন করেন। এমন বিদ্যালয় প্রধান আমরা চাইনা। আমরা তার পদত্যাগ চাই।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, সাবেক সহকারী শিক্ষিক ইউনুস, আলি আজমসহ শিক্ষার্থীরা।

অভিভাবকরা জানায়, দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগই অবৈধ। তিনি এখানে তার পরিবারের সদস্যদের নিয়ে অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার কাছে কেউ কখনো কোন আবদার করে সম্মান পায়নি। সে গরীব শিক্ষার্থীদের ও কোন প্রকার সুবিধা দেয়না। আমরা ছাত্রদের দাবীর সাথে সহমত প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট