নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ভুটভুটি সংঘর্ষে মুজিবুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলা রসুলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দীঘলডাঙ্গা নিমঘিঘী গ্রামের বাসিন্দা।
জানা যায়, মোটরসাইকেল ও ভুটভুটি সংঘর্ষের ঘটনা ঘটলে। স্থানীয়রা মুজিবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এসময় মুজিবুর রহমান দেখতে ও পরিবারের সদস্যদের স্বান্তনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম, রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম সুজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী।
নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ সড়ক দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।