1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যরাতে দূর্বৃত্তদের দেয়া আগুনে খড়ের পালা পুড়ে ছাই বাংলার শিক্ষা ব্যবস্থা আজ রসাতলে, কর্জ টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে পিটিয়ে আহতের অভিযোগ ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু বন্ধুত্ব থেকে বৈবাহিক বন্ধন: চীনা যুবকের ভালোবাসায় নতজানু ভোলার পরিবার ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান নওগাঁ নিয়ামতপুর হটাৎ ঝড়-বৃষ্টিতে ধানের ব্যপক ক্ষতি ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ চলছে তদন্ত। বহাল তবিয়তে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দূর্নীতিবাজ কর্মকর্তা। প্রাণিসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে ভোলায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে যুবদলের তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত এই তিন নেতা হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহ আলম মণ্ডল ও সহসভাপতি মো. সাইদুল ইসলাম এবং আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল ইসলাম আব্বাস।

সংবাদ বিজ্ঞাপ্তিতে ওই তিনজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শাহ আলম, মো. সাইদুল ইসলাম ও মো. মাইদুল ইসলামকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে কার্যকর করেছেন। এ–সংক্রান্ত চিঠির অনুলিপি যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবকে (দুলু) দেওয়া হয়েছে।

জানতে চাইলে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মো. আনিসুর রহমান আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁদের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব-বিরোধ ছিল, বর্তমান সময়ের উদ্ভূত পরিস্থিতির সুযোগে তাঁদের সঙ্গে ওই তিনজন (বহিষ্কৃত) অপ্রীতিকর আচরণ ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এভাবে দলীয় ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দলীয় সব পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। আনিসুর রহমান আর কিছু বলতে রাজি হননি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওরা (বহিষ্কার হওয়া যুবদলের ৩ নেতা) সংগঠনের সিনিয়র ভাইদের কথা অমান্য করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছে। সেই জন্য ওদের বহিষ্কার করা হয়েছে। যাতে সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট