1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে যুবদলের তিন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত এই তিন নেতা হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহ আলম মণ্ডল ও সহসভাপতি মো. সাইদুল ইসলাম এবং আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাইদুল ইসলাম আব্বাস।

সংবাদ বিজ্ঞাপ্তিতে ওই তিনজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শাহ আলম, মো. সাইদুল ইসলাম ও মো. মাইদুল ইসলামকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে কার্যকর করেছেন। এ–সংক্রান্ত চিঠির অনুলিপি যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবকে (দুলু) দেওয়া হয়েছে।

জানতে চাইলে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মো. আনিসুর রহমান আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁদের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব-বিরোধ ছিল, বর্তমান সময়ের উদ্ভূত পরিস্থিতির সুযোগে তাঁদের সঙ্গে ওই তিনজন (বহিষ্কৃত) অপ্রীতিকর আচরণ ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এভাবে দলীয় ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দলীয় সব পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। আনিসুর রহমান আর কিছু বলতে রাজি হননি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওরা (বহিষ্কার হওয়া যুবদলের ৩ নেতা) সংগঠনের সিনিয়র ভাইদের কথা অমান্য করেছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছে। সেই জন্য ওদের বহিষ্কার করা হয়েছে। যাতে সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট