পহেলা আগস্ট ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে ফিরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। এরই মধ্যে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ হিসেবে তাদের বদলে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করলেন ছাত্রদলের অনলাইন অ্যাক্টিভিস্ট ও কর্মী আব্দুল কাদের। বর্তমানে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিলেও ফেসবুকে তারেক রহমানকে নিয়ে গান ( https://drive.google.com/file/d/1zMtAjnRKUAzRPQgq3nZTEHSHmyYk15Wv/view?usp=sharing ) ও বিএনপির সিনিয়র নেতৃত্বদের নিয়ে নিয়মিত পোস্ট করার পাশাপাশি ২০২৩ সালেই সরকার পতনের ডাক দিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বর্তমানে তিনি একজন শুধু ‘সমন্বয়ক’ হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন।
আব্দুল কাদেরের ফেসবুক কভারে রয়েছে রাজনৈতিক নেতাদের জেলগেটে মুক্তির ছবি ( https://www.facebook.com/photo/?fbid=1666184287189922&set=a.298019287339769 ) । এ ছাড়াও বেগম খালেদা জিয়া ( https://drive.google.com/file/d/1RNQDd-3gEX7L82u-RmFQmtaLI1Ofx3eB/view?usp=sharing ) , মির্জা ফখরুল ( https://drive.google.com/file/d/15vFmZqGL3KXJ3X7cN6r6IPLZzAyGYThQ/view?usp=sharing , ), মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ( https://drive.google.com/file/d/1Xbg5plQ9BiW8p6bgUocHru5pDzcFNA_E/view?usp=sharing ) এ্যানি ( https://drive.google.com/file/d/18HZaSlJhhXaeMkp-7sP-IMBtkBwGmtzW/view?usp=drive_link ) সহ ২০২৩ সাল জুড়ে বিএনপির পক্ষে নিয়মিত অনলাইনে ক্যাম্পেইন চালিয়ে গেছেন তিনি। সেই সঙ্গে চেষ্টা করেছেন ঢাবি ছাত্রদলকে একতাবদ্ধ করতে ( https://drive.google.com/file/d/1yw3xQZNIbU3qyMj35VmZ9LiG8CNiEPgW/view?usp=sharing ) । এ ছাড়াও তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘লিডার আসছে’ নাটকের প্রচারণায়ও অনলাইনে সক্রিয় অবস্থায় দেখা যায় তাকে( https://drive.google.com/file/d/1zMtAjnRKUAzRPQgq3nZTEHSHmyYk15Wv/view?usp=sharing , https://drive.google.com/file/d/1RasqJGpcjy4kt6-16f_1phajG8avP_pp/view?usp=sharing )।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই এভাবে বিএনপি ও জামায়াত তাদের নেতাকর্মীদের আন্দোলনের বিভিন্ন কার্যক্রম সক্রিয় অবস্থান তৈরি করে। যার মাধ্যমে এখনও বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় এমন বিভিন্ন বার্তা দিয়ে সরকার পতনের ডাক প্রদান করা হচ্ছে। নিজ ফেসবুক পেজে নির্বাচন বর্জনের জন্য ছাত্রদলের অংশীদার হয়ে ক্যাম্পেইনও করেন আব্দুল কাদের ( https://drive.google.com/file/d/1PWiAbCqFTzdqLxqw5wmpFcqPsU0GAhoY/view?usp=sharing ) । শুরু থেকে অরাজনৈতিক হিসেবে দাবি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের একজনের শুরু থেকে অবস্থান প্রমাণ করে, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা ও পরিকল্পনা অনেক আগেই করেছিলেন তারা। আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আব্দুল কাদেরের মতো সমন্বয়ক ও সহ-সমন্বয়কেরা। এখনও বিভিন্ন গ্রুপে নতুন করে মৃত্যুর গুজব ছড়িয়ে ২ তারিখের কর্মসূচিতে সাধারণ ছাত্রদের উস্কানি প্রদানের মাধ্যমে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে এই গোষ্ঠীটি।
প্রশ্ন উঠেছে, যিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও আদালতের মাধ্যমে প্রমাণিত দুর্নীতিবাজ বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভক্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার করে যান, ব্যক্তিগতভাবে তার নৈতিক অবস্থান আসলে কোথায়? সেটা কি শুধুই সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য, নাকি সাধারণ শিক্ষার্থীদের আবারও ব্যবহার করে লাশের রাজনীতির জন্য?