1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

ফুটবল খেলাকে কেন্দ্র করে দিন মজুরকে শিক্ষকের হাতুড়ির আঘাত।

মোঃখালেদ মাসুদ,তালতলী,বরগুনা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে
১ আগস্ট (বৃহস্পতিবার)সন্ধ্যা ৬:৪০ ঘটিকার সময় বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় ফুটবল কেটে ফেলাকে কেন্দ্র করে শহীদ কাজী (৪০) নামের এক দিনমজুরকে হাতুড়ি পেটা করে জখম করার অভিযোগ উঠেছে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আহত শহীদ কাজীকে আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের শহীদ কাজী জেলে এবং দিনমজুরের কাজ করতেন। পশ্চিম গাবতলী এলাকার স্লুইজ গেটে দিনমজুর হিসেবে অন্যের জাল বুনছিল। পাশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান কাজী, সাকিব ও রানাসহ বেশ কয়েকজন ছেলেরা ফুটবল খেলছিল। ওই ফুটবল গিয়ে একাধিকবার শহীদ কাজীর গায়ে লাগে।
এতে ক্ষুব্ধ হয়ে শহীদ কাজী ফুটবল কেটে ফেলে। এ ঘটনার জের ধরে শনিবার রাতে স্থানীয়রা সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকের মধ্যেই শহীদ কাজীর ওপর চড়াও হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান কাজী। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কাজী (৩৫) শহীদ কাজীকে হাতুড়ি পেটা করে। হাতুড়ি পেটায় শহীদ কাজীর মাথায় গুরুতর জখম হয়। স্বজনরা ওই রাতেই তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কাজীর সাথে যোগাযোগ করলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে বলে তিনি মনে করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওবায়দুল আবির বলেন, আহত শহীদ কাজীর মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম খাঁন বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।০১-০৮-২০২৪ইং
মোঃখালেদ মাসুদ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
০১৭১৩৯৫৯৮৯৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট