1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

সঙ্গীত শিল্পী, নির্মতা ও সঞ্চালক জুয়েল’র মৃত্যুতে নলছিটিতে বন্ধু মহলে শোক

অরবিন্দ পোদ্দার, নলছিটি
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নির্মতা, সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল’র মৃত্যুতে নলছিটি-ঝালকাঠি বন্ধুমহল সহ সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান আবিদুর রেজা জুয়েল স্কুল জীবনে সঙ্গীত, রেডক্রস, স্কাউট এর সক্রিয সদস্য ছিলো। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিলো তার প্রগাঢ় অনুরাগ। নলছিটিতে জন্ম না হলেও নলছিটি-ঝালকাঠির সাংস্কৃতিক অঙ্গনে জুয়েল ছিলো একটি আলোকিত নাম। জুয়েল এর স্মৃতিচারণ করতে গিয়ে ঝালকাঠির বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন সঙ্গীত শিল্পী ও যুব রেড ক্রিসেন্ট’র সদস্য হিসেবে একসাথে কাজ করেছি। ছোটবেলা থেকেই জুয়েল ছিলো অসাধারণ প্রতিভার অধিকারী। নিজের যোগ্যতায় জুয়েল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত একটি নাম। ওর মৃত্যুতে সাংস্কৃতিক ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি হলো। আমি তার আত্মার চির শান্তি কামনা করছি।

আরেক বন্ধু মিলন কান্তি দাস বলেন নলছিটির আলোবাতাসে অনেকটা সময় একসাথে কাটিয়েছি। ওর সাথে ছিলো হৃদয়ের সম্পর্ক। ছোট জুয়েল যখন প্রতিষ্ঠিত হয় তখন এসেছিলো নলছিটির মানুষদের গান শোনাতে। গত ডিসেম্বর মাসে নলছিটি আসার কথা বলেছিলো কিন্তু আমি নলছিটি না থাকায় আসেনি। কথা ছিলো এই শীতে আসবে কিন্ত আর আসবে না আমাদের মাঝে। ওকে হারানোয় কতোটা কষ্ট পেয়েছি তা ভাষায় বোঝাতে পারবো না। প্রার্থনা করবো ও যেন ঈশ্বরের কাছে ভালো থাকে।

আরেক বন্ধু অ্যাডভোকেট সুভাষ দত্ত বলেন অনেক স্মৃতি ওর সাথে। কিছুদিন আগেও দেখতে গিয়েছিলাম। এতো তাড়াতাড়ি চলে যাবে কখনও ভাবতে পারিনি। ওর আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।

নলছিটির এক সময়ের বিশিষ্ট তবলাবাক অবসরপ্রাপ্ত ব্যাংকার বাসুদেব নন্দী বলেন ওর সাথে অনেক তবলা বাজিয়েছি। জুয়েল’র মৃত্যুতে তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ছোটবেলার বন্ধু হ্যাপি বলেন ওকে হারিয়ে আমরা একজন আপনজনকে হারিয়েছি। আল্লা যেন বন্ধুকে বেহেস্তের সর্বোচ্চ আসন দান করেন।

উল্লেখ্য জুয়েল ২০১১ সাল থেকে লিভার ক্যান্সারে ভুগছিলেন। দেশে-বিদেশে তার নিয়মিত চিকিৎসা চলছিলো। গত ২৩ জুলাই হঠাত অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার অবস্থায় ৩০ জুলাই মঙ্গলবার দুপুরের তার মৃত্যু হয়।

জুয়েল দীর্ঘদিন বাংলাদেশ প্রতিষ্ঠিত টিভি চ্যানেল আই এর সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকবই খুলেছে। এবং সন্ধ্যা ৬টায় চ্যানেল আই এ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট