1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

শিক্ষার্থীদের উপর হামলা ; নিটার ও গবিসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মো,সোহাগ হাওলাদার,সাভার(ঢাকা)প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

কোটা সংস্কার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ার বেসরকারি গণ-বিশ্ববিদ্যালয়ের (গবি), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড রিসার্চের (নিটার), বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাবি অভিমুখে পদযাত্রা করে। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখলে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলা এবং কোটা সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা দিকে আশুলিয়ার নলামে অবস্থিত গণ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন গবি শিক্ষার্থীরা। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সড়ক অবরোধ করে মিছিল নিয়ে জাবি অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করে।

এদিকে, একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড রিসার্চের (নিটার) পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রাখে।

একই দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে তারা জাবি অভিমুখে পদযাত্রা করে।

এছাড়া, একই দাবীতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকা অবরোধ করে রাখে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী এলাকায় অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নিটার শিক্ষার্থীরা জানান, আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন ছিলো। কিন্তু আমাদের ভাই-বোনের উপর নির্মমভাবে হামলা করে আহত করা হয়েছে। গতকাল রাতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের মারাত্মকভাবে আহত করেছে। আমরা এর বিচার চাই।

গবি শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই এই কর্মসূচি পালন করছেন তাঁরা। দুপুর পৌনে ১টার দিকে তাঁদের নবীনগর ত্রিমোড় এলাকায় মিছিল নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ে এই মহাসড়কে চলাচল রত যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট