1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তিনশত বন্যার্ত পরিবারকে গিভ হোপের উপহার

জেলা প্রতিনিধি :সুনামগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে গত ১৬ জুন থেকে পানিতে নিমজ্জিত সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলা। সুনামগঞ্জ জেলার প্রায় দশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারনে। বন্যায় ক্ষতিগ্রস্ত এমন তিনশত পরিবারের হাতে খাদ্য উপহার দিয়েছে গিভ হোপ রিলিফ। গিভ হোপ রিলিফ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় কাজ করে এবং তারই অংশ হিসেবে সুনামগঞ্জে বন্যার্ত এসব পরিবারের মাঝে খাদ্য উপহার পৌঁছে দেয়া হয়।

শুক্রবার ২৮ জুন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার রহমতপুর,শরিয়তপুর, রণশ্রী,খুদিরাই,ছিকারকান্দী ও খাড়ারাইসহ মোট ০৬ টি গ্রামের তিনশত পরিবারের হাতে খাদ্যা সামগ্রী উপহার দিয়েছেন গিভ হোপ রিলিফ এর সেচ্চাসেবকরা।

উপহারসরুপ প্রতিটি পরিবারকে আট কেজি চাল, দেড় কেজি পেয়াজ,এক কেজি রসুন,এক কেজি ডাল,এক কেজি লবন,২ লিটার তেল,এক কেজি চিড়া,এক কেজি মুড়ি দেওয়া হয়।

রণশ্রী গ্রামের আলিফনুর ঢাক পোস্ট কে জানান, আমরা গিভ হোপের কছে কৃতজ্ঞ। তারা আমাদের বাড়িতে এসে আমাদের হাতে খাদ্যা সামগ্রী উপহার দিয়েছেন। আমি আশা করি এমন কাজ যাতে তারা অব্যাহত রাখে। যারা আমাদের মতো ক্ষতির স্বীকার হয়েছে তাদের পাশে দাড়াতে অনুরোধ জানান তিনি।

রহমতপুর গ্রামের মইনুদ্দীন ঢাক পোস্ট কে জানান, আমি এই বন্যায় ১২ দিব যাবত পানিবন্দি অবস্থায় আছি। কেউ আসেনি। গিভ হোপ কে ধন্যবাদ তারা আমাদের খোঁজ রেখেছেন।

খাড়ারাই গ্রামের আলেয়া বেগম ঢাকা পোস্ট কে জানান, ৪ দিন ঘরে কোমর সমান পানি ছিলো। চুলা নাই ঘরে। প্রতিবেশী দিলে খাই না হলে খাওয়া জুটে না। আজ এই উপহার পেয়ে ভালো লাগছে। আগামী কিছুদিন কি খাবো তা নিয়ে চিন্তা করা লাগবে না।

গিভ হোপ রিলিফ এর সেচ্ছাসেবক মোহাম্মদ আম্মার ঢাকা পোস্ট কে জানান,আমরা দেখার হাওরের গভীরে ৬ টি গ্রাম খুঁজে বের করেছি।এবং ৩০০ পরিবারের হাতে খাদ্য উপহার পৌঁছে দিয়েছি। শহর বা শহরের আশেপাশের যে গ্রাম আছে তাদের অনেকেই সহায়তা করছেন। কিন্তু এই গ্রামগুলোতে যাতায়াতের পথ সুগম না হওয়ার কারনে তাদের কেউ সহায়তা করে না। তাই আমরা এখানে এসেছি। সবার মুখে হাসি দেখতে পারার মাঝে সে সুখ, সেই সুখের আশায় আমরা বার বার সামাজিক কাজে যুক্ত হই।

গিভ হোপ রিলিফ এর ট্রাস্টি বোর্ডের সদস্য ফয়সল মিয়া,ইয়াসিনুল হক,আমিনুল ইসলাম ও জুবায়ের কামাল ঢাকা পোস্ট কে জানান, আমারা মুলত হতদরিদ্র পরিবারের জন্য মানসম্মত ঘর, যে এলাকায় খাবার পানি সংকট সে এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ করে থাকি। এর পাশাপাশি আমরা বাংলাদেশের সকল এলাকাত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি ফুটাতে কাজ করি। যুক্তরাজ্য থেকে আমাদের দিকনির্দেশনায় বাংলাদেশের অনেক সেচ্ছাসেবী ভাই আমাদের সাথে কাজ করে। আমরা আমদের কার্যক্রম সমস্থ সিলেট বিভাগের অব্যাহত রেখেছি।

গিভ হোপ রিলিফের উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন গিভ হোপ রিলিফ এর সেচ্চাসেবক মোহাম্মদ আম্মার,ক্বারী হুসাইন আহমদ, সজিব আহমদ, আসাদ,সাগর,হুসাইন,রুজেল,রুহুল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট