1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে টেকনিক্যাল স্কুল ও শরীফপুর প্রাইমারি স্কুলের আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার থানা পুলিশের পক্ষ থেকে বন্যা দূর্গতদের খিচুড়ি বিতরণ করা হয় সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রে এবং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক এমপি, জনাব রনজয় চন্দ্র মল্লিক সহকারি পুলিশ সুপার, ছাতক সার্কেল, সুনামগঞ্জ। দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান। নেহের নিগার তনু, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনাব বদরুল হাসান, অফিসার ইনচার্জ দোয়ারাবাজার থানাসহ দোয়ারাবাজার থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বুধবার (১৯জুন) দোয়ারাবাজার থানাধীন ৯নং সুরমা ইউনিয়ন এলাকায় বন্যায় কবলিত আশ্রয়হীন বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই সময় শরীফপুর প্রাইমারি স্কুল ও দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুলে আশ্রয় নেয়া প্রায় শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বন্যাকবলিত দোয়ারাবাজার উপজেলা, চরম দুর্ভোগে মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধীর গতিতে কমলেও বৃষ্টি হওয়াতে বুঝা যাচ্ছে না ২০২২ সাল কে অতিক্রম করবে কিনা।একে একে ডুবছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বসতবাড়ি ও দোকানপাটে পানি উঠায় আসবাবপত্র, দোকানের মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কবল থেকে বাঁচতে দল বেঁধে পানিবন্ধীরা এখনো ছুটছেন আশ্রয় কেন্দ্রে।

এদিকে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে যায় দোয়ারাবাজার উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন শরীফপুর প্রাইমারি স্কুলে আশ্রয় নেয় ৩০ টি পরিবার এবং দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় নেয় অনুমান প্রায় শত পরিবার তাদের খুঁজ খবর নিচ্ছে অফিসার ইনচার্জ বদরুল হাসান দোয়ারাবাজার থানা এবং দুইবারের নবনির্বাচিত জননন্দিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেওয়ান আল তানভীর আশারাফী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু।

আশ্রয়কেন্দ্র সমূহের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক বিট অফিসারকে নিজ নিজ দায়িত্বাধীন বিট এলাকায় ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও নৌ-পেট্রোল ডিউটি করার এবং পুলিশ রাতে টহল দিবে মাঝে মধ্যে চোর ডাকাতি থেকে রক্ষা পেতে দোয়ারাবাজার থানা এই উদ্দ্যোগ তৎপরতা থাকবে নির্দেশ প্রদান করা হয়েছে, বলেন অফিসার ইনচার্জ বদরুল হাসান, দোয়ারাবাজার থানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট