1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

২০২৩ সালে রেকর্ড বাস্তুচ্যুতি দেখেছে বিশ্ব: জাতিসংঘ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন রেকর্ড ১১ কোটি ৭৩ লাখ মানুষ। এর আগে কখনও এক বছরে পৃথিবীতে এত সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেনি। খবর এএফপির।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশন্স রেফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে এ তথ্য। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইউএনএইচসিআরের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার শীর্ষ নির্বাহী ফিলিপ্পো গ্রান্ডি।

ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘গত বছর বিশ্বজুড়ে যত মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তা জাপানের মোট জনসংখ্যার প্রায় সমান। বাস্তুচ্যুতির যত ঘটনা ঘটেছে, সেসবের প্রধান এবং প্রায় একমাত্র কারণ সংঘাত। সবচেয়ে বেশি বাস্তুচ্যুতি ঘটেছে গাজা, সুদান, মিয়ানমার এবং ইউক্রেনে।’

চলতি বছরও প্রায় একই হারে ঘটছে বাস্তুচ্যুতি। ২০১৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অন্তত ২৭ লাখ মানুষ। অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ১২ কোটি মানুষ।

সংবাদ সম্মেলনে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, গত ১২ বছর ধরে বিশ্বজুড়ে বাস্তুচ্যুতির ঊর্ধ্বগতি চলছে। প্রতি বছরই বাড়ছে বাড়ি-ঘর ছাড়তে বা হারাতে বাধ্য হওয়া লোকজনের সংখ্যা। ২০২২ সালে প্রায় ১১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন বিশ্বে।

তিনি আরও জানান, শুধুমাত্র সংঘাতের কারণে ২০২৩ সালে বিশ্বের ২৯টি দেশে ৪৩ বার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে ইউএনএইচআরসি।

‘সংঘাত ব্যাপারটিই আতঙ্কজনক। কোনো এলাকায় সংঘাত শুরু হলে তাই তীব্র আতঙ্কে সেখানকার লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালাতে থাকেন। তাই বাস্তুচ্যুতির হার কমানোর জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন প্রয়োজন। যদি তা না ঘটে, তাহলে সামনের বছরগুলোতেও বাস্তুচ্যুতির ঊর্ধহার দেখতে হবে আমাদের,’ সংবাদ সম্মেলনে বলেন ফিলিপ্পো গ্রান্ডি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট