1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

নির্বাচনী সহিংসতায় মির্জাগঞ্জে ইউপি সদস্যসহ আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী (ঘোড়া প্রতীক) জহিরুল ইসলাম জুয়েল ও আবু বকর সিদ্দিকীর (কাপ পিরিচ) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে রাতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জুয়েলকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ঘটনাস্থল থেকে ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া বাজারে প্রচার চালানোর সময় চেয়ারম্যান পদপ্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জহিরুল ইসলাম জুয়েলের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন, মো. রতন গোলদার, সোহাগ মৃধা ও আদনান হোসেন শাওন গুরুতর আহত হন। তাঁদের মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ইউপি সদস্য মো. সরোয়ার হোসেনকে আজ শনিবার সকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই ঘোড়া প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ঘটনাস্থল থেকে ১৫টি মোটরসাইকেল জব্দ করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বকর সিদ্দিকী ঢাকা বুলেটিন কে বলেন, ‘গতকাল শুক্রবার উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কলাগাছিয়া গ্রামের লোটাস খান নামে আমার এক কর্মীকে মারধর করা হয়। খবর পেয়ে কয়েকজনকে নিয়ে আমি তাঁর বাড়িতে তাঁকে দেখতে যাচ্ছিলাম। কিন্তু পথে ঘোড়া প্রতীকের লোকজন আমাদের ওপর হামলা করে। তাতে আমার চার কর্মী গুরুতর আহত হয়। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

ঘোড়া প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঢাকা বুলেটিন কে বলেন, ‘দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঘোড়া প্রতীকের প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট