1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

লালমনিরহাট জেলার আদিতমারীতে, স্কুলছাত্র ছুড়ির আঘাতে হত্যা। হত্যার পর তার মরদেহ উদ্ধার একটি ডোবা থেকে

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট আদিতমারী উপজেলায় মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগে মধু চন্দ্র (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন,
আদিতমারী থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানী নগরে একটি নালা ডোবা থেকে স্কুল পড়ুয়া ছাত্র ফরহাদ আলী (১৬)নামের এক জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছেন লালমনিরহাট আদিতমারী থানা পুলিশ।

আটক মধু চন্দ্র ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের পুত্র।
মৃত ফরহাদ একই ইউনিয়নের শীববাড়ি এলাকার গরু ব্যবসায়ী মোঃ শাহাজান আলীর পুত্র সে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা যায়।

পুলিশ সুত্রে জানা যায় ,মধু ছোটবেলায় বাবাকে হারিয়েছেন এবং মায়ের অন্যত্র বিয়ে হয়েযায়।
এরপর চাচার বাড়িতে বড় হয় কিশোর বয়স থেকে নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করতেন।
মাঝে মাঝে বাড়ি আসতেন এসেই বিভিন্ন জায়গায় সে চুরি করতেন আবার চলে যেতেন।
কিছু দিন আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল
কেনেন মধু, কিছু দিন চালানোর পর সেই মোটরসাইকেল টি পাশের গ্রামের শীববাড়ির শাহাজান আলীর পুত্র ফরহাদের কাছে বিক্রি করেন।
মোটরসাইকেল বিক্রির টাকা লেনদেন নিয়ে দুজনের মাঝে মনোমালিন্য হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি স্কুলছাত্র ফরহাদ।

ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফরহাদের বাবা।
জিডির সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। প্রথমদিকে ফরহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি মধুর কাছে পাওয়া যায় বলে যানান , এসময় তাকে আটক করেন আদিতমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মধুর দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।
স্থানীয় সুবল চন্দ্র বর্মন বলেন, ছোট বেলায় বেশ ভালোই ছিল মধু চন্দ্র।
নারায়ণগঞ্জে কাজে গিয়ে সে উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন মধু। তবে মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডিটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে।
এ মামলায় মধুকে গ্রেপ্তার দেখানো হবে। বলে জানান আদিতমারী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট