1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মিঠুন সাহা,খাগড়াছড়ি
  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

আজ বিশ্ব পরিবেশ দিবস । ১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এসময় পুলিশ সুপার বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় দিবসটি। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এ ছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য।

তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি সহনশীল পরিবেশ রাখতে চাই সেক্ষেত্রে বৃক্ষরোপণ শুধু নয় বৃক্ষ নিধন ও আমাদের বন্ধ করতে হবে। আমরা জানি যে পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্যের কারনে এখানে পর্যাপ্ত পরিমাণে ল্যান্ডস্লাইড হয়। ভূমিধস যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কোনভাবে যেন গাছ নিধন করতে না পারে সেদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে নতুন করে গাছ রোপন করতে হবে। গাছ কাউকে নিরাশ করে না। আমাদের খাগড়াছড়িতে তাপমাত্রার দিন দিন বাড়ছে। অনেক কারণেই তাপমাত্রা বাড়ছে। তার একটি অন্যতম কারণ বৃক্ষ নিধন করা। আমরা নতুন গাছ তো লাগাবোই একই সাথে বৃক্ষ নিধন না করে অক্সিজেন চক্রকে স্বাভাবিক রেখে পরিবেশকে বাসযোগ্য করতে হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বন বিভাগের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট