1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক সংগঠন সনাতন ছাত্র যুব পরিষদ এর নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকর কমিটির ( ২০২৪ – ২০২৬) শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকাল ১১টার সময় পৌর ওয়ার্ড এর রূপনগর এলাকায় সনাতন ছাত্র যুব পরিষদ এর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সাধারণ সম্পাদক পায়েল দাশ এর সঞ্চালনায় ও সভাপতি শেখর সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি জেলার সভাপতি এডভোকেট বিধান কানুনগো,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি প্রদীপ চৌধুরী, সনাতন ছাত্র যুব পরিষদ উপদেষ্টা স্বপন দেবনাথ,স্থায়ী কমিটির সদস্য রনজিত কুমার দে,সংগঠন এর সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য স্বপন ভট্টাচার্য্য।

এই সময় উপস্থিত ছিলেন সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি,বিভিন্ন জেলা ও উপজেলা শাখার সভাপতি সসম্পাদকসহ সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নির্মলেন্দু চৌধুরী বলেন, সঠিক লক্ষ্য ধারণ করে সনাতনী শক্তিকে এগিয়ে নিতে যুব সমাজের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। এবং ভালো ভাবে পড়াশোনা করতে হবে। ভালো মানুষ হয়ে উঠতে হবে।

আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংগঠন এর দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ, নবনির্বাচিত সদস্যবৃন্দদের শপথ গ্রহণ ও ফুল দিয়ে বরণ, সনাতন মাত্র যুব পরিষদের মুল সঙ্গীত পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জানা যায়, মানুষের কল্যাণে সংগঠনটি ১৯৯৪ সালে গঠিত হওয়ার পর থেকে দীর্ঘ ৩০ বছর যাবৎকাল ধরে দরিদ্র শিক্ষার্থীদের বই ও আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ কাজে আর্থিক সহযোগিতা, অসহায় মানুষদের নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি।

গত ৫ এপ্রিল শুক্রবার ২০২৪ খ্রী. সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির ৩০ তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এবং কমিটিতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট