1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে ২৩০ বস্তা ভারতীয় চিনি সহ ০১ জন গ্রেফতার

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার থানা, সুনামগঞ্জ এর এসআই (নিরস্ত্র)/অনুপম দেবনাথ, এএসআই (নিরস্ত্র) সৌরভ আহমদ ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবাকালীন জরুরী ডিউটি করাকালীন সময় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া দোয়ারাবাজার থানাধীন ০২নং নরসিংপুর ইউনিয়নের অর্ন্তগত বালিউড়া সাকিনস্থ জনৈক কবির হোসেন এর বসত বাড়ীর সামনে রবি টাওয়ারের পাশে বালিউড়া টু ছাতক গামী পাঁকা রাস্তার উপর সকাল অনুমান ১১.৪৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে আইনের সহিত জড়িত শিশু ১। মোঃ মখলিছুর রহমান (১৬), পিতা-হাবিবুর রহমান, সাং-লামাসানিয়া, ইউ/পি-০৩নং দোয়ারাবাজার সদর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্কে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনের সহিত জড়িত শিশুর হেফাজত হইতে (ক) ০১ (এক) টি ট্রাক, যাহার রেজিঃ নং-সিলেট-ঢ-১১-১৯৩২, ইঞ্জিন নং- SLCGB142010, চেসিস নং- MBUWEL4XHPO148903, যাহার মধ্যে বিভিন্ন রংয়ের (খ) ১৫০ (একশত পঞ্চাশ) বস্তা ভারতীয় চিনি, প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে INDIA WHITE CRYSTAL SUGAR সহ অন্যান্য লেখা আছে। প্রতিটি বস্তায় চিনির পরিমাণ ৫০ কেজি করে (৫০X১৫০)=৭,৫০০ কেজি চিনি, প্রতি কেজি চিনি মূল্য ১০০ টাকা করে (৭,৫০০X১০০)=৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, (গ) ০১ (এক) টি নেভী ব্লু রংয়ের রেজিঃ বিহীন টাটা পিকআপ গাড়ী, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং অস্পষ্ট, যাহার মধ্যে বিভিন্ন রংয়ের (ঘ) ৮০ (আশি) বস্তা ভারতীয় চিনি, প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে INDIA WHITE CRYSTAL SUGAR সহ অন্যান্য লেখা আছে। প্রতিটি বস্তায় চিনির পরিমাণ ৫০ কেজি করে (৫০X৮০)= ৪,০০০ কেজি চিনি, প্রতি কেজি চিনি মূল্য ১০০ টাকা করে (৪,০০০X১০০)=৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা, সর্ব মোট চিনি (১৫০+৮০)=২৩০ (দুইশত ত্রিশ) বস্তা চিনি, প্রতিটি বস্তায় চিনির পরিমাণ ৫০ কেজি করে (২৩০X৫০)=১১,৫০০ (এগারো হাজার পাঁচশত) কেজি চিনি, প্রতি কেজি চিনির মূল্য ১০০ টাকা করে (১১,৫০০X১০০) = ১১,৫০,০০০/-(এগারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চিনি উদ্ধার করেন। অভিযানকারী অফিসারের লিখিত এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত আইনের সহিত জড়িত শিশুসহ পলাতক ০৫ (পাঁচ) জন আসামী ও অজ্ঞাতনামা আরো ১/২ জন আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ (এক) টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আইনের সহিত জড়িত শিশুকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট