1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ চলছে তদন্ত। বহাল তবিয়তে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দূর্নীতিবাজ কর্মকর্তা। প্রাণিসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে ভোলায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে জলঢাকা উপজেলা ছাত্রদল ও জলঢাকা পৌর ছাত্রদল এবং কলেজ শাখার স্মারকলিপি প্রদান। নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে?

এমপি নিক্সন চৌধুরী ও আ’লীগের সাধারণ সম্পাদকের ফোনালাপ ভাইরাল

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সাথে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ আকরামুজ্জামান রাজার কথোপকথনের অডিও ফোনালাপ ফাঁস হয়েছে। যা শুক্রবার ভাঙ্গায় একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এই ফোন আলাপ পাওয়া যাচ্ছে। মুহুর্থের মধ্যে তা ভাইরাল হয়ে পড়েছে। বিষয়টি ফেসবুকের এডমিন Md bulbul নিশ্চিত করেন।

ফাঁস হওয়া অডিওর ৩ মিনিট ৩৪ সেকেন্ড এর কথোপকথন হুবহু তুলে ধরা হলো- স্থানীয় সাংসদ নিক্সন চৌধুরী তিনি তার মোবাইল থেকে ফোন ব্যাক করে রাজা কে জিজ্ঞাসা করেন, ফোন দিয়েছিলেন? আপনার মিসকল পেলাম।

উত্তরে আকরামুজ্জামান রাজার কন্ঠে তিনি কয়েকবার হ্যালো, হ্যালো বলেন, এর পরে তিনি বলেন, ফোন দিয়েছিলাম মানেকি শোনেন, ও জাফর উল্লাহ যে, প্রার্থী দিয়েছেন (মোখলেছুর রহমান সুমন) যতটুকু বুঝতে পেরেছি শেষ পর্যন্ত থাকতে পারবেনা, আমি এইটুকু জানি। (কথাগুলো অস্পষ্ট ছিলো বলে ক্লিয়ার বুঝা যায়নি) মোখলেছুর রহমান সুমনকে নিয়ে কথা হয়েছে বলে নিশ্চিত করেন নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সমর্থক এমডি বুলবুল।

পরে নিক্সন চৌধুরী রাজাকে বলেন, না না আপনি মানুষ ভাল না, মানুষ আপনারে কয় চিটার বাটপাড়, আসলেই রাজা সাহেব, আপনি ভালো মানুষ না।

আকরামুজ্জামান রাজা বলেন- আপনি এইভাবে কথা কইলি আমি কষ্ট পাবো।

নিক্সন চৌধুরী বলেন – আপনি আমারে আর ফোন ঠোন দেবেন না, আপনার সঙ্গে আর কথা বলার দরকার নাই, দেখা হবে রাজনৈতিক মাঠে, বিপদে পড়লে আপনি আমাকে ফোন দেন, আপনার উপর আমার আর বিশ্বাস নাই, ওরাও আপনাকে বিশ্বাস করে না, আমিও আপনাকে আর বিশ্বাস করি না, আপনি ওই পক্ষেই থাকেন, সৎ ভাবে থাকেন,ওদের খবর আমাকে দেওয়ার দরকার নাই, আমি রাজনীতি করি এইসব খবর-ঠবর আমার লাগেনা।

রাজা – আমি একটা কথা বলি।

নিক্সন চৌধুরী- আর কথা বলার দরকার নাই, আপনাকে আমি চিনে ফেলেছি।

রাজা- না না আপনি বলেন একটা বিষয়,

নিক্সন চৌধুরী- না না আপনার কথাবার্তা ভালো না, আসলেই আপনি একটা চিটার টাইপের মানুষ, আমি আপনাকে ভুল বুঝছি, ঠিক আছে, শুনেন ভাই শুনেন, আমি রাজনীতি করি মানুষের জন্য জনগণের জন্য,কথা বুঝছেন? উন্নয়ন করার জন্য,আমাকে ভয় দেখাবে জাফর উল্লাহ বা আজ পর্যন্ত জাফরউল্লাহ ভয় দেখাতে পারে নাই, আর এই চিটার বাটপাড় (মোখলেছুর রহমান সুমন) কি দেখাবে? আমারে এইসব বইলেন না, আপনাদের দলের মধ্যে সব দুই নম্বরি করেন, দুই নম্বরি কইরা আপনারা নিজেরা নিজেরা কোন্দল করেন, ঝামেলা করেন, কথা বুঝছেন? এইগুলো আপনাদের ব্যাপার, আপনাকে চিনে ফেলছি, আপনি ভবিষ্যতে আর আমাকে ফোন দিবেন না, রাজনীতির মাঠে দেখা যাবে,

রাজা – আমি আপনাকে একটা কথা বলি,

নিক্সন চৌধুরী-আপনি জাতীয় নির্বাচনের আগে যত ইনফরমেশন দিয়েছেন অর্ধেক ভুল দেন অর্ধেক ঠিক দেন,আপনি তাল বেতাল করে ফেলেন।

রাজা – আমি যেটুক দিয়েছিলাম, সেটুক শেষ পর্যন্ত আপনি তো সবই দেখলেন।

নিক্সন চৌধুরী- কেনো আপনি বললেন নাই? জাফর উল্লাহ সাব বসে পড়বে? আমাকে কি দিবেন?এসব বলেন নাই? সে তো বসে নাই।

রাজা – বসার সব ব্যবস্থা হয়েছিল না ? ৪-৫ দিন বন্ধ ছিল না সব কিছু ?

নিক্সন চৌধুরী -উনি ( জাফর উল্লাহ) অসুস্থ ছিলেন,মুরুব্বি মানুষ।

রাজা – না না অসুস্থ ছিল না বন্ধের জন্য না ।

নিক্সন চৌধুরী- আপনি বলছিলেন আমি আর মিরন মামা বসিয়ে দিব। বলেন নাই? কই আপনি তো বসাইতে পারেন নাই?

রাজা- হ্যাঁ আমরা বলেছি, হ্যাঁ আমরা চেষ্টা করেছি, ৪-৫ দিন বন্ধ ছিল ওই সময়, বন্ধ না থাকলে আরো এগিয়ে যেত দেখেন নাই হওয়ার পথে ছিল। লাস্টে তো সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি।

নিক্সন চৌধুরী- আপনি আর আমাকে ফোন টোন দিয়েন না,আপনি আপনার মত রাজনীতি করেন, আমি আমার মত রাজনীতি করতে দেন। এইগুলা আমার আর দরকার নাই, ঠিক আছে লাইন কেটে দেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার বক্তব্য নিতে একাধিকবার তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে ফরিদপুর-৪ এর সাংসদ মজিবুর রহমান চৌধুরীর নিক্সন ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার একটি অডিও ফোনালাপ ফাঁস হওয়ায় চায়ের দোকানে সহ ভাঙ্গার বিভিন্ন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট