1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ চলছে তদন্ত। বহাল তবিয়তে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দূর্নীতিবাজ কর্মকর্তা। প্রাণিসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে ভোলায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে জলঢাকা উপজেলা ছাত্রদল ও জলঢাকা পৌর ছাত্রদল এবং কলেজ শাখার স্মারকলিপি প্রদান। নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে?

উপজেলা নির্বাচনে দেয়ালে দেয়ালে পোস্টার বাদ পড়েনি স্কুলও

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

মানুষের বাসাবাড়ির দরজা, দেয়াল, সরকারি স্থাপনা, দোকানের সাঁটার, বিদ্যুতের খুঁটি কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে যেখানে খুশি সেখানেই পোস্টার লাগানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি বলে যে কিছু একটা আছে, সেটি পুরান গলাচিপার নির্বাচনী এলাকায় ঢুকলে বোঝার উপায় নেই।

উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, ভবন, দেয়াল, গাছ, বিদ্যুৎসহ টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার লাগানো নিষেধ। সরকারি স্থাপনাতেও পোস্টার লাগানো নিষেধ। কিন্তু উপজেলার বিভিন্ন এলাকায় এই নিষেধাজ্ঞার বিষয়টি তোয়াক্কা করছেন না প্রার্থীরা। অন্যদিকে নির্বাচনী প্রচারে মিছিল নিষিদ্ধ থাকলেও মানছেন না কেউই। প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে ঘুরছেন। আবার এই মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় প্রার্থীদের মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মহড়া করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গলাচিপা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটক, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়াল, বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানো রয়েছে। চেয়ারম্যান প্রার্থী মো. শাহিন শাহ্, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম মোল্লা, অ্যাডভোকেট মোঃ রিফাত হাসান সজিব, নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাঃ হেলেনা বেগম, মোসাঃ তাহমিনা আক্তারের পোস্টার লাগানো। এ ছাড়াও চর বিশ্বাস, চর কাজল, মাটিভাংগা বাজার, কাটাখালী বাজারসহ বিভিন্ন এলাকায় লাগানো পোষ্টার দেখা যায়।

গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, গলাচিপা উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২হাজার ৫০ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৮১৯ জন, হিজরা একজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট