1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

সুনামগঞ্জ সফরে পুলিশ প্রধান

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলায় সরকারি সফরে আসেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। আজ শুক্রবার (১৭ মে ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১১টায় পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে এসে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এবং পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউজ প্রাঙ্গণে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল পুলিশ প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পুলিশ প্রধান সুনামগঞ্জ সদর থানাধীন ইকবাল নগর এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্. পিপিএম-সেবা এঁর সার্বিক পরিকল্পনা ও অভ্যন্তরীণ অর্থায়নে সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে আধুনিক মানের একটি প্যাথলজি ল্যাব স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে পুলিশ সদস্যগণ স্বল্পমূল্যে প্রাথমিক পর্যায়ে ৫৮টি গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল টেস্ট করাতে পারবেন। পুলিশ প্রধান এই প্যাথলজি ল্যাব এবং শহড় পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্বোধন করেন। এ সময় পুলিশ প্রধান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পরে বিকাল ৩টায় পুলিশ প্রধান সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে আয়োজিত জেলা পুলিশে কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় জেলা পুলিশের সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য অভিযান, কার্যক্রম, নির্মাণ ইত্যাদি বিষয় পুলিশ প্রধানের নিকট তুলে ধরা হয়। জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে পুলিশ প্রধান সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আইজিপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। মতবিনিময় সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের জেলা সফরে পুলিশ প্রধানের সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জাকির হোসেন খান, পিপিএম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, সিলেট আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো: ফরিদুল ইসলাম, সিলেট আরআরএফ কমান্ড্যান্ট মো: হুমায়ুন কবির, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া পুলিশ সুপার ইনামুল হক সাগরসহ পুলিশ প্রধানের প্রটোকল ও স্টাফ অফিসার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট