1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫করার দাবীতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হয়। শাহাবাগ থানার সামনে আসলে পুলিশ ব্যারিকেড দেয়। এসময় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি আন্দোলনের মুখপাত্র ও সমন্বয়ক শরিফুল ইসলাম শুভ পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। আমরা পুলিশের সহযোগিতা নিয়েই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চাই। এসয়ম পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। আন্দোলনকারীরা বার বার অনুরোধ করেন,তাদেরকে যেনো সহযোগিতা করা হয়। ঠিক এই সময় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির আন্দোলনকারীরা মানবিক দৃষ্টান্ত স্হাপন করে একটি মুমূর্ষু রোগী বহনকারী এম্বুলেন্সকে পথ করে দেন এবং পুলিশকে অনুরোধ করেন যেনো এম্বুলেন্সটি যেতে দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ এম্বুলেন্সটিকে যেতে দেয়। আন্দোলনকারীরা প্রায় ৪৫মিনিট ধরে পুলিশকে আহ্বান করেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে সহযোগিতা করার জন্য। এসময় মিডিয়া কর্মীদের সামনে আন্দোলন করীরা বলেন, আমরা মিডিয়াকে সাক্ষী রেখে বলছি প্লিজ আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ, আমাদেরকে যেতে দিন। এরপর পুলিশ কর্মকর্তারা বেশকিছুক্ষণ আলাপ আলোচনা করেন এবং আন্দোলনকারীদের যেতে দেন।
পরে মিছিলটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পথ সমাবেশ করা হয়। আড়াই ঘণ্টা ধরে চলা মিছিলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষ বক্তরা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করাটা এখন মৌলিক অধিকার। বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে বয়সসীমা ৩৫বা তার বেশি। বাংলাদেশে ১৯৯১সালে চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭থেকে ৩০ করা হয়। ৩৪বছর পরে এসে এই ডিজিটাল বাংলাদেশে ৩০এর কোঠায় দাড়িয়ে থাকতে পারে না।
সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো কত মানুষের দুঃখ কষ্টের খবর নেন। আমরা তো আপনারই সন্তান। আমাদের দাবীটি আপনি দয়া করে শুনুন এবং আমাদেরকে নিয়ে আপনি বসুন। আমাদের মনের কষ্টগুলো একটু জানতে চেষ্টা করুন।
এসময় সাংবাদিকরা জানতে চান, আপনাদের আন্দোলন কতদিন চলবে? বক্তরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উল্লেখ্য গত ১২বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১১মে থেকে লাগাতার আন্দোলন চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট