1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকারের নতুন পদক্ষেপ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের নারী উদ্যোক্তা সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। গতকাল ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট’ (উই)-এর উই হাটবাজারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক্ষেপের কথা ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব পলক।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে উই-এর তালিকাভুক্ত ২০০০ নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে গ্রান্ট প্রদান করা হয়েছে। এছাড়া আরও ৫০০০ নারী উদ্যোক্তাকে একই গ্রান্ট প্রদানের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে যে সব নারী উদ্যোক্তা নিজেদের উদ্যোগকে আরও বড় করতে ও বিশ্বায়নের চেষ্টা করবেন, তাদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত ইকুইটি ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে।

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ মাস্টারক্লাসের ব্যবস্থা থাকবে। এতে লিডারশিপ, কমিউনিকেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন স্কিলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পণ্য ব্রান্ডিং ও ডিজিটাল মার্কেটিংয়ে সহায়তার জন্য টেলিটক বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করবে। আর নগদ ডিজিটাল ব্যাংক থেকে নারী উদ্যোক্তারা বিশেষ আর্থিক ঋণও পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ই-কমার্স খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রায় ৫০ শতাংশ। ২০১৭ সালে শুরু হওয়া উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট বর্তমানে প্রায় ৫ লক্ষাধিক নারী উদ্যোক্তার সমন্বয়ে গঠিত এবং এটি এখন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৯০০০ নারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে কর্মরত রয়েছেন। তারা সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এক সাহসী সিদ্ধান্তের কারণেই নারীদের এই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের নারী উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী। এই সাহসী নারীদের শক্তি কাজে লাগিয়ে আমরা শহর-গ্রাম ও নারী-পুরুষ বৈষম্য দূর করে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল স্মার্ট বাংলাদেশ গড়বো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট