আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দুপুরে বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বিএনপি নেতৃত্বকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন এবং আওয়ামী লীগের ‘পালানোর রেকর্ড’ নেই দাবি করেছেন।
ঢাকার ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, “বিএনপির নেতাকর্মীরা ২৮ অক্টোবর বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিন পল্টন ময়দান থেকে আমরা দেখেছি দৌড়াতে দৌড়াতে তারা কোথায় পালিয়েছে।”
তিনি বলেন, “আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। বরং ‘আর রাজনীতি করব না’ এই মুচলেকা দিয়ে ২০০৭ সালে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির তারেক রহমান।”
কাদের আরও বলেন, “বিএনপি যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরাও মোকাবিলা করব। আর তারা যদি সন্ত্রাসের রাজনীতি করে তাহলেও আমরা সেভাবে মোকাবিলা করব।”
ইতিহাসবিদদের মতে, গণতান্ত্রিক আন্দোলনের সময় সকল রাজনৈতিক দল বহুবার পালিয়েছে। তাই আওয়ামী লীগের ‘পালানোর রেকর্ড নেই’ দাবিটি সঠিক নয়। অন্যদিকে তারেক রহমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করা হয়।
এদিকে, বিএনপির নেতৃত্ব ওবায়দুল কাদেরের অভিযোগগুলোকে অস্বীকার করে নতুন করে প্রতিক্রিয়া দিতে পারেন।