বাংলার সাথে এক যোগে স্লোগান নিয়ে নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমাদের টিমকে আরও সমৃদ্ধ করতে চাই নির্ভীক, উদ্যমী এবং সংবাদ কর্মী হতে ইচ্ছুক নবীনদের। আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে আমরা সংবাদকর্মী খুঁজছি ।
আপনি যদি আত্মবিশ্বাসী এবং নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী হোন, তাহলে সিভি ও নিজের করা এটি ফিচার প্রতিবেদন পাঠাবেন এই ঠিকানায়: dhakabulletinlive@gmail.com
বিঃদ্রঃ ঢাকা বুলেটিন কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। ঢাকা বুলেটিন নিজের নিউজপোর্টাল ভাবতে পারলেই আবেদন করবেন।