আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী অধ্যাপক মেজর (অবঃ) ডা. ওহাব মির্জাগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার (২১শে জানুয়ারি) বিকাল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহজাহান মিয়া। বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, পটুয়াখালী জেলা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার, জেলা খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি মোঃ হারুন অর রশীদ, জেলা ছাত্র শিবিরের এইচ আর ডি সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ হোসাইন শরীফ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতা ইশরাত হোসেন স্বপন প্রমুখ।
সভায় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচন, দলীয় ঐক্য, এবং নির্বাচনী প্রচারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।