ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছ দূর্বৃত্তরা। ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জনাগেছ, বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের রামকেশব ৫নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মারুফের সাথে স্থানীয় চিহ্নত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী শাকিল হাওলাদার ও কামাল হাওলাদারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলছিলো। বিগত দিনে এ চক্রের লোকেরা মারুফ গংদের নানা ভাবে ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। গত ২০ জানুয়ারী দুপুরে শাকিল হাওলাদার ও কামাল হাওলাদারের নেতৃত্বে মামুন, আক্তার ও আছলাম মৃধা স্থানীয় দরুণ বাজারে মারুফের উপর অতর্কিত হামলা চালায়। পরে তারা মারুফের গলায় গামছা পেচিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এসময় মারুফের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ও ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ আনে। পরে স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে অহত মারুফ বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগপত্র দাখিল করেণ। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যপারে অভিযুক্তরা তাদের অভিযোগ অস্বীকার করে।