ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিন সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, উপদেষ্টা পরিষদের এক সভায় নির্বাচনের দিন নাগরিকদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের যাতায়াত ও ভোটদানে অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের পরদিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও বেসরকারি খাতের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।
নির্বাচনকে সামনে রেখে সরকার সার্বিক প্রস্তুতি জোরদার করছে উল্লেখ করে প্রেসসচিব বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।