গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘ ৩৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার যে অঙ্গীকার দৈনিক জনবানী পত্রিকা ধারণ করে চলেছে, তারই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আলহাজ্ব কামরুজ্জামান। তিনি বলেন,
“সাংবাদিকতা কোনো দল বা ব্যক্তির মুখপাত্র নয়, সাংবাদিকতা হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান। দৈনিক জনবানী সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে সম্মানের সঙ্গে পালন করে আসছে।”
বিশেষ অতিথির বক্তব্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,“আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের কাজকে আরও গতিশীল করে তোলে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান মনি বলেন,“চাপ, হুমকি ও প্রতিকূলতার মাঝেও জনবানী পত্রিকা সত্য প্রকাশে আপসহীন থেকে সাংবাদিকতার মর্যাদা রক্ষা করে চলেছে।”
স্বাগত বক্তব্যে তিস্তা নিজস্ব প্রতিবেদক ও সাধারণ সম্পাদক এবং আমার দেশ পত্রিকার জলঢাকা প্রতিনিধি মুরাদ ফয়সাল দৈনিক জনবানীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পথচলার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশন, মুভি বাংলা টেলিভিশনসহ প্রায় ৫০টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক জনবানী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শেষপর্যায়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।