জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ভোলায় কলেজ ও মাধ্যমিক—দুই পর্যায়ে দুই শিক্ষককে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। কলেজ পর্যায়ে ভোলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন চরফ্যাশন উপজেলার জনতা বাজার ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. নিজাম উদ্দিন। আর মাধ্যমিক পর্যায়ে ভোলা জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হামিদ পারভেজ।
ভোলা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক সাফল্য, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা, সৃজনশীল ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি এবং শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. নিজাম উদ্দিনকে কলেজ পর্যায়ে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
মো. নিজাম উদ্দিন বর্তমানে চরফ্যাশন উপজেলার জনতা বাজার ডিগ্রি কলেজে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত। তিনি চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। পরে বরিশালের বিএম কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি ও সংগঠক হিসেবেও সক্রিয়। তার লেখা ‘বাণী চিরন্তনী’ বইটি ঢাকা ও চরফ্যাশনের বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘জ্যোতি’ ও ‘কোয়ান্টাম’ ম্যাগাজিন। জাতীয় দৈনিক নয়া দিগন্ত ও বাংলাদেশ বাণীসহ বিভিন্ন পত্রিকায় তার শিক্ষামূলক প্রবন্ধ প্রকাশ পেয়েছে। শিক্ষা বিস্তারে অবদানের অংশ হিসেবে তিনি সকালে ‘আল-আরাফাহ কিন্ডারগার্টেন’ পরিচালনা করছেন এবং সুন্দর হাতের লেখা প্রতিষ্ঠান ‘থ্রি ফিঙ্গারস’-এর চরফ্যাশন শাখার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে ভোলা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হামিদ পারভেজ। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে মো. হামিদ পারভেজ বলেন, শিক্ষক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কাজের মূল্যায়নের ভিত্তিতে জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া আনন্দের।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজাহারুল হক বলেন, হামিদ পারভেজ একজন দক্ষ ও যোগ্যতাসম্পন্ন সহকারী শিক্ষক। শিক্ষা সপ্তাহে কাজের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায় থেকে জেলা, এরপর উপ-অঞ্চল, অঞ্চল হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়। যাচাই-বাছাই শেষে ভোলা জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়েছে, যা জেলার জন্য গর্বের।
কলেজ ও মাধ্যমিক—দুই পর্যায়ে দুই শিক্ষকের এই স্বীকৃতি ভোলার শিক্ষা অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।