আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এ ধারাবাহিকতায় গরুর গাড়ি মার্কার পক্ষে পশ্চিম ইলিশা ও পূর্ব ইলিশা ইউনিয়নের একাধিক ওয়ার্ডে মহিলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নারী কর্মী অংশ নেন। সভায় জেলা বিজেপির মহিলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ে প্রচারণা আরও জোরদার করার দিকনির্দেশনা দেন।
নারী নেত্রী নাজনীন আক্তার রুমা ও সালমা আক্তারের নেতৃত্বে আয়োজিত এসব সভায় মাঠপর্যায়ের নারী কর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিজেপির প্রেসিডিয়াম সদস্য রেবা রহমান বলেন, ভোলা-১ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দালিব রহমান পার্থের বিকল্প নেই। তিনি বলেন, একসময় অবহেলিত উত্তর ভোলা মরহুম নাজিউর রহমান মঞ্জু মিয়ার প্রচেষ্টায় আজ আধুনিক জনপদে রূপ নিয়েছে। শিক্ষা বিস্তারের লক্ষ্যে নাজিউর রহমান কলেজ প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি। নারী কর্মীদের উদ্দেশে তিনি ঘরে ঘরে গিয়ে গরুর গাড়ি মার্কার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিজেপির আহ্বায়ক জাকির বাঘা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিরন বাঘা, পূর্ব ইলিশা ইউনিয়নের আহ্বায়ক আলম হোসেন এবং সদস্য সচিব নোমান হাওলাদার।