ভোলায় শীতার্ত ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বেষ্ট ইনিশিয়েটিভ অফ ভোলা (বিবা)। শনিবার সকালে জেলা সদরের যোগিরঘোল এলাকায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে দুই শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উদ্যোক্তা তৈরির উদ্যোগের অংশ হিসেবে এক অসহায় নারীকে বিনামূল্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। কম্বল ও সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
বিতরণ কার্যক্রমে বিবার পরিচালক মনিরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পৌর প্রশাসক মো. মিজানুর রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতপ্রবণ মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। একই সঙ্গে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হলে দরিদ্র পরিবারগুলো দীর্ঘমেয়াদে উপকৃত হবে। পাঁচ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে আসায় Bibা’র উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা।