বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার থেকে সেনা মোতায়েনের ফলে যানজট ও অশান্তি নিয়ন্ত্রণে আসে, এবং সাধারণ যাত্রী ও নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
সেনাবাহিনী নথুল্লাবাদে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও নিয়ম-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণের পর পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। দিনভর সেনাবাহিনীর জওয়ানরা বাস টার্মিনালের ভেতরে ও বাইরের এলাকায় কার্যক্রম পরিচালনা করেছেন, যার ফলে দূরপাল্লা ও স্থানীয় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে সক্ষম হয়েছে।
যাত্রী ও সাধারণ মানুষ জানিয়েছেন, বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ এলাকায় এখন বাসে ওঠা-নামা এবং নথুল্লাবাদ এলাকায় যাত্রা অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।
স্থানীয়রা উল্লেখ করেছেন, অন্যান্য দিনগুলোতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএমপির ট্রাফিক বিভাগের একাধিক সার্জেন্টসহ পুলিশ কর্মী দায়িত্বে থাকলেও উদাসীনতা এবং যানবাহন চালকদের আইন অমান্যের প্রবণতার কারণে এই এলাকা দীর্ঘদিন নগরবাসীর জন্য বিড়ম্বনার জায়গা হয়ে উঠেছিল।
সেনা মোতায়েনের ফলে এই দীর্ঘস্থায়ী সমস্যার প্রাথমিকভাবে সমাধান ঘটেছে, যা নগরবাসী ও যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।