ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলার সাতটি উপজেলার ২৮টি কেন্দ্র। একযোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২২৫ জন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরীক্ষায় জালিয়াতি ও নকলের অভিযোগে মাস্টার কার্ড ও ভিআইপি ডিভাইসসহ ৬ জন এবং মোবাইল ফোন ও নকলসহ আরও ১৩ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ১৯ জনকে আটক করা হলেও তাদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জেলায় এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ১৫ হাজার ৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৮৩৬ জন। ভোলা জেলার সাতটি উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদের সংখ্যা ২৫৩টি।
পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৪টি ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”