ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুয়েজহাট এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম ওমর আলী (২৭)।
তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহান এবং মাতার নাম নূর নাহার এর সন্তান।
অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন থানার একটি চৌকস দল কুয়েজহাট বাজারসংলগ্ন বিসমিল্লাহ হোটেলের পেছনের অংশে অভিযান চালায়। এ সময় হোটেলের কেবিনের ভেতর থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোলা জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলার সর্বত্র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।