ভোলার দৌলতখানের মধ্যজয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অন্যের জমিতে জোড়পূর্বক একটি টং ঘর উত্তোলন করে সেই ঘরটিতে আগুন লাগিয়ে বসত ঘর পোড়ানোর অভিযোগ তুলে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ শাহে আলম মাতাব্বর। ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার আলী আহাম্মদ গংরা মধ্য জয়নগর মৌজায় পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে প্রায় একশত বছর যাবৎ ভোগ দখল করে আসছিলেন, কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা শাহেআলম মাতাব্বরের। প্রায় তিন মাস পূর্বে শাহেআলম মাতাব্বর তার পালিত লাঠিয়াল বাহিনীদের সাথে নিয়ে জোরপূর্বক আলী আহাম্মদের জমিতে একটি টং ঘর উত্তোলন করে। এ বিষয়ে আলী আহাম্মদ থানায় অভিযোগ ও স্থানীয় গন্যমান্যদের সহযোগীতা চাইলেও কোন প্রকার সুফল মেলেনি তার ভাগ্যে।
পরবর্তিতে চতুর শাহে আলম মাতাব্ব সে টং ঘরটিতে রাতের বেলায় আগুন লাগিয়ে তার বসত ঘরে আগুন দিয়েছে, এ মিথ্যা অভিযোগ তুলে আলী আহাম্মদসহ ১২ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। মামলা নং- এমপি ১৮৮/২৫ এ মিথ্যা মামলা হতে অব্যাহুতি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী আলী আহাম্মদের পরিবার। এ বিষয়ে অভিযুক্ত শাহে আলম মাতাব্বর তার অভিযোগ অস্বীকার করেণ।