বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো প্রথম পুরস্কার অর্জন করেছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্লাবটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদান করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল আই-এর পরিচালক মুকিত মজুমদার।
অনুষ্ঠানে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং ভোলা জেলা শাখার সভাপতি জাবির হাসনাইন ডিকেন।
বৃক্ষরোপণ কার্যক্রমে ধারাবাহিকতা ও সুসংগঠিত উদ্যোগের জন্য এবারও সংগঠনটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। চলতি বছরে ভোলা জেলায় বাংলালিংক, জেলা কৃষি অধিদপ্তর ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) এর সহযোগিতায় এক লক্ষ ১৩ হাজারেরও বেশি গাছ রোপণ করেছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা, যা স্থানীয়ভাবে পরিবেশ রক্ষা ও সবুজায়নে একটি উল্লেখযোগ্য ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ভোলা।